Friday, April 26, 2024

”সন্দেহ”




ঢিলেঢোলা শার্ট আর রঙ্গজ্বলা জিন্স প্যান্ট পরে হেঁটে যাচ্ছিল ছেলেটি।হাতে স্প্রাইটের কাঁচের বোতল।টহলরত পূলিশদের নজর পড়তেই পাকড়াও করলো ছেলেটিকে।
-এই ছেলে বোতলে কি?
-ইয়ে মানে.....
-বল কই যাচ্ছিলি?
-স্যার হাসপাতালে।
-কত্ত বড় নিষ্ঠুর তুই শেষ পর্যন্ত হাসপাতালেও।
-বুঝলাম না স্যার।
-সত্যি করে বল তোর হাতে এসব কে তুলে দিয়েছে?
-আমার দাদি।
-বলে কি এসব? আর কার কার হাতে তুলে দিয়েছে?
-পরীক্ষা করার জন্য আমাকেই দিয়েছে।
-ওই একে থানায় নিয়ে চল।ওরে দুইটা দিলে সবগুলার খোঁজ মিলবে।
-কেন স্যার আমি কি করলাম?
-হাতে পেট্রোল নিয়ে ঘুরো আর বলছো কি করেছো?
-না স্যার এগুলো পেট্রোল না।
-আমাকে বোকা পেয়েছিস?
-আপনি দেখেন।
চিপিটা খুলে এসআই সাহেব নাকের কাছে নিয়ে ভালো করে শুকলো।অতঃপর....
-কি ঝাঝালোরে বাবা!বল তোদের দলের লিডার কে?
-কিসের লিডার স্যার?
-কিছু বুঝতাছস না তাইনা?ওরে পাছার নিচে দুইটা দে।
-বিশ্বাস করেন স্যার এগুলো পেট্রোল না।
-তাহলে কি এগুলা?
-ইয়ে মানে......
-বল।
-""আমার দাদু একেবারেই বৃদ্ধতো।ডাক্তার বলেছে প্রস্রাব পরীক্ষা করাতে হবে।তাই ডাক্তারের কাছে যাচ্ছিলাম।এগুলো প্রস্রাব""।
অতঃপর এসআই সাহেব ওয়াশরুমে।

0 comments:

Post a Comment